দেশে করোনায় ২৪ ঘণ্টায় ২৬৪ মৃত্যু, শনাক্ত ১১১৬৪

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৩ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৪২০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৮২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৩ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২০ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ লাখ ৩০ হাজার ৭৪২ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৬৮৪ জন।বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ৩৯৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।

You might also like