দেশে নির্বাচন কেন্দ্রীক অস্বচ্ছ প্রতিযোগিতা চলছে : সম্মিলিত সামাজিক আন্দোলন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সর্বশেষ রাজনীতি ও সামাজিক পরিস্থিতিতে করনীয় নির্ধারণের এক সভায় নেতৃবৃন্দ বলেছেন, ১৯৯০ সালে স্বৈরাশাসনের অবসানের পর দেশবাসী আশায় বুক বেঁধেছিলো, দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠানিক রুপ লাভ করবে। মানুষ কাজ পাবে, প্রাণ খুলে কথা বলবে, মতামত ব্যক্ত করবে। দেশে সম্প্রীতি ও শান্ত্রিপূর্ণ সহবস্থান নিশ্চিত হবে, অসাম্প্রদায়িক চেতনায় সমতা ভিত্তিক গণতন্ত্রের বাংলাদেশ অগ্রসর হবে, বাংলা ও বাঙালীর বিকাশের ধারায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য ৯০এর স্বৈরশাসনের অবসানের পর দেশ ধীরে ধীরে চরম দক্ষিণপন্থীদের স্বর্গরাজ্যে পরিনত হতে বসেছে। সামরিক স্বৈরশাসনের অবসান ঘটলেও দেশ সরকারী-বেসরকারী, আমলা, দুর্নীতিবাজ, লুটেরা পুঁজি ও সাম্প্রদায়িকতার কবল থেকে আজও মুক্তি লাভ করতে সক্ষম হয়নি। মূলত এখানে যারাই ক্ষমতাসীন হয়েছেন বা হচ্ছেন সবাই মুক্তিযুদ্ধের আদর্শিক ধারাকে বিসর্জন দিয়ে দেশে ধর্মান্ধ অপশক্তি, লুুটেরাপুঁজি, মাফিয়া বেষ্টিত অর্থনীতি, কালোটাকা, মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিয়ে জনগণকে প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত করেছেন। বর্তমানে দেশে রাজনীতির নামে নির্বাচন কেন্দ্রীক যে অস্বচ্ছ প্রতিযোগিতা চলছে তাতে অনিবার্য সংঘাত ও সহিংসতার শঙ্কা তৈরী হয়েছে। অন্যদিকে ধর্মান্ধ শক্তি এই সুযোগে দেশ-বিদেশী ষড়যন্ত্রকারীদের নিয়ে স্বীয় স্বার্থ হাসিলের সুযোগের অপেক্ষায় আছে।বক্তারা বলেন, মূলত বাংলাদেশ একটি ঐতিহাসিক পটভূমিতে ১৯৭১ সালে ৩০ লক্ষ নর-নারীর আত্মদানে স্বাধীনতা ও সার্বভৌমত্ব লাভ করে। পৃথিবীর ইতিহাসে এই আত্মপ্রত্যয়ী রাষ্ট্রকে অসম্মানিত করার হীন প্রচেষ্টায় বিভিন্ন দেশ ও সংস্থার অশুভ তৎপরতার যে নীলনক্সা চলছে তার জন্য দেশবাসীকে সজাগ থাকার আহবান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় চেতনা ও অগ্রযাত্রার ক্ষেত্রে দীর্ঘ সময়ের সামরিক স্বৈরশাসনের পাশাপাশি রাজনৈতিক দলসমূহের চিন্তার অনৈক্যে স্বাধীনতা বিরোধী শক্তি যেমন করে সুযোগ করে নিয়েছে তেমনি এখানে দেশি-বিদেশী বেনিয়ারা দেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। অথচ প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের আন্তারিক সদিচ্ছা থাকলে ভবিষৎ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সকলে আলাপ আলোচনার পথে সমাধানের দিকে এগিয়ে যেতে পারেন।সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, এ্যাডভোকেট পারভেজ হাসেম, জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলাম সবুজ, সাম্পাদক মÐলীর সদস্য হান্নান চৌধুরী, রেজাউল কবির, সাজেদুল আলম রিমন, কেন্দ্রীয় নেতা কামরানুর রশিদ তুহিন প্রমুখ।

You might also like