দেশের ২৮তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে : প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। সিলেটের জকিগঞ্জে গ্যাসক্ষেত্রটির সন্ধান পায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এটি দেশের ২৮তম গ্যাসক্ষেত্র।সোমবার (৯ আগস্ট) এ তথ্য জানায় বাপেক্স।
বাপেক্স জানায়, গ্যাসক্ষেত্রটিতে ৫০ বিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ রয়েছে। সেখান থেকে প্রতিদিন ১০ মিলিয়ন গ্রিডে যুক্ত হবে। আগামী ১০ থেকে ১২ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস উত্তোলন সম্ভব।গ্যাসক্ষেত্রটিতে ১ হাজার ২৭৬ কোটি টাকার গ্যাস মজুদ আছে বলেও জানায় বাপেক্স।তিন বছর আগে দেশের ২৭তম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায় ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে। ২০১৮ সালের ১৫ জানুয়ারি ওই গ্যাসক্ষেত্রের সন্ধানও পায় রাষ্ট্রায়াত্ত কোম্পানি বাপেক্স।