দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু, দিরাইয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে ফারিয়া নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বুধবার বিকালে নিজ পিছনে পার্শ্ববর্তী ডোবায় বন্যার পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।ফারিয়া বেগম(৫) উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের আফিজ আলীর মেয়ে।মৃতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাড়ির পিছনে পার্শ্ববর্তী ডোবায় বন্যার পানিতে খেলতে যায় কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাডির পিছনে পার্শ্ববর্তী ডোবা থেকে তাকে ভাই শাহার ইসলাম মৃত উদ্ধার করেছে।

অপরদিকে জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের শাহপরান বাজারের পাশ নদী হতে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো.বদিউজ্জামান(৫৫)। তিনি জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মৃত গেদা উল্ল্যাহর ছেলে । আজ বুধবার বিকেলে গ্রামের পাশে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত ব্যক্তি একজন ফেরিওয়ালা হওয়ায় মঙ্গলবার দুপুরে ঐ নদী দিয়ে নৌকাযোগে পাশের গ্রামের পন্য বিক্রি করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি স্প্রিডবোর্ডের সাথে ঐ ছোট নৌকাটির ধাক্বা লেগে নৌকাটি ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন। আজ বিকেলে ঐ ব্যক্তির লাশ নদীতে ভেসে উঠে।এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান পৃথকভাবে এক ব্যক্তির লাশ উদ্ধার ও ডোবাতে পড়ে এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like