দ্বাদশ সংসদ নির্বাচনঃ সিলেটের ৫টি নৌকাঃ একটিতে কেটলি

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে জয়ী হয়েছেন আ’লীগের নৌকার প্রার্থীরা। আর অপরটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী।
সিলেট-১ আসনে আ’লীগের প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী ৪ প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন।
সিলেট-২ আসনে ৮৮ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আ’লীগের শফিকুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৩৬ ভোট।
সিলেট-৩ আসনে ৮০ হাজার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আ’লীগের হাবিবুর রহমান হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকে ৩৫ হাজার ৪০৫ ভোট  পেয়েছেন।
সিলেট-৪ আসনে বিজয়ী হয়েছেন আ’লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী তৃণমূল বিএনপি’র আবুল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১১ ভোট।
সিলেট-৫ আসনে ৪৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্ধী আ’লীগের নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৫১ ভোট।
সিলেট-৬ আসনে ১৬ হাজার ৪৮৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। তিনি পেয়েছেন ৫০ হাজার ৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৬০৪ ভোট।

You might also like