দ্বাদশ সংসদ নির্বাচনঃ সুনামগঞ্জ-৫ আসনে নৌকা ও ঈগলের জোর লড়াই

সত্যবাণী
সিলেট অফিসঃ সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী তেমন আমেজ নেই। এ আসনে প্রার্থী ৯ জন হলেও প্রচার-প্রচারণায় রয়েছেন মাত্র ২ জন। একজন হচ্ছেন বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক, আ’লীগের মনোনয়নে নৌকার প্রার্থী। অন্যজন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী। তিনি ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন।
ছাতক থেকে সংবাদদাতা জানান, এ আসনে কার ভোটের পাল্লা ভারী এ নিয়ে চলছে উপজেলা দু’টোর হাট-বাজারে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ সংসদীয় আসনে ভোটযুদ্ধের লড়াই হবে দ্বি-মুখী। বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে। তাই ভোটাররাও প্রায় দু’ভাগে বিভক্ত বলা যায়। নির্বাচনে অগ্রগণ্য ওই দু’প্রার্থীকে নিয়েই হিসেব-নিকেশ করছেন ভোটাররা। আ’লীগের দু’নেতার মধ্যেই ভোটের লড়াই হওয়ায় এখানের দলীয় নেতা-কর্মীরাও দু’ভাগে বিভক্ত হয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভক্ত আ’লীগ নেতা-কর্মীরা চালাচ্ছেন কৌশলী প্রচারণা। নৌকার কর্মী-সমর্থকরা বলছেন, দলীয় সভাপতি শেখ হাসিনা সুনামগঞ্জ-৫ আসনে আ’লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক হাতে তুলে দিয়েছেন মুহিবুর রহমান মানিককে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা বলছেন, নেত্রী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে লড়াই করার নির্দেশ দিয়েছেন শামীম আহমদ চৌধুরীকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত  সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রার্থীরা হলেন আ’লীগ মনোনীত মুহিবুর রহমান মানিক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী (ঈগল), জাতীয় পার্টি(জেপি)’র প্রার্থী এডভোকেট মনির উদ্দিন (বাইসাইকেল), কৃষক-শ্রমিক জনতা লীগের প্রার্থী হাজী আব্দুল জলিল (গামছা), বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির(বিএনএফ) প্রার্থী আশরাফ হোসেন (টেলিভিশন), জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল (লাঙ্গল), গণফোরাম প্রার্থী আইয়ূব করম আলী (উদীয়মান সূর্য্য), বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী আবু সালেহ (একতারা) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আজিজুল হক (আম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
প্রার্থী ৯ জন হলেও প্রচারণায় সরগরম রয়েছেন নৌকা ও ঈগলের প্রার্থী। অন্যান্য প্রার্থীর রশিতে ঝুলানো পোস্টার ছাড়া তেমন কিছু চোখে পড়ছে না। মাঝে-মধ্যে গণফোরাম প্রার্থী আইয়ুব করম আলীর মাইকিং হচ্ছে নির্বাচনী এলাকার কোন-কোন স্থানে। এছাড়া অন্য প্রার্থীদের খুঁজেই পাওয়া যাচ্ছেনা।
এদিকে, দু’ প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় নেমেছেন উপজেলা চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, বর্তমান প্যানেল মেয়রসহ বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউপি সদস্য। অপরদিকে ঈগল পাখির সমর্থনে প্রচারণায় নেমেছেন পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, পৌর কাউন্সিররসহ ক’জন ইউপি চেয়ারম্যান ও সদস্য। এছাড়া ছাতক- দোয়ারাবাজারে বিবদমান দু’গ্রুপের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রচারে নেমেছেন স্ব-স্ব প্রার্থীর পক্ষে। নির্বাচন বিশ্লেষকদের মতে ওই দু’প্রার্থীর মধ্যেই ফলাফল নির্ধারিত হবে।
একটি পৌরসভা এবং ছাতক উপজেলার ১৩টি ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে সুনামগঞ্জ-৫ আসন। নির্বাচনকে ঘিরে এ আসনে কোন উত্তাপ, সংঘর্ষ, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত ঘটেনি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনাও এখানে কম বলে জানান, উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ও সাধারণ ভোটাররা।
কেন্দ্রীয় বিএনপি নেতা, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনসহ একাধিক নেতা জানান, ছাতক- দোয়ারাবাজার আসনের কোন কেন্দ্রে বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা ভোট দিতে যাবেনা। তারা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান। এছাড়া তারা আরো জানান, নির্ধারিত তারিখে নির্বাচন না হবার সম্ভাবনাই বেশি।
নোয়ারাই ইউনিয়নের ভোটার ইকবাল হোসেন, তোফায়েল খানসহ বেশ কয়েকজন ভোটার জানান, নির্বাচন আ’লীগ বনাম আ’লীগের মধ্যে। কাজেই ভোটের কোন আমেজ নেই এখানে। তারা নির্বাচনে ভোট দিতে যাবেন না বলে জানিয়েছেন। পৌরসভার ভোটার আনিসুর রহমান চৌধুরী সুমন, সাদমান মাহমুদ সানি, কালারুকা ইউনিয়নের সাবেক মেম্বার ফজলু মিয়া, আব্দুল আউয়াল, উত্তর খুরমা ইউনিয়নের ভোটার আব্দুস সালাম, খলিলুর রহমান, আব্দুল মালিক, দোয়ারাবাজার সদরের আশিক মিয়া জানান, ঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
নোয়ারাই ইউনিয়নের ভোটার আফিক আলী, রেদোয়ানুল হক আরজু, ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, কালারুকা ইউনিয়নের আব্দুল কাদির, নুর উদ্দিন, দোলারবাজার ইউনিয়নের আনোয়ার হোসেন জানান, মানুষ এখন পরিবর্তন চায়। এ নির্বাচনেই সংসদীয় আসনে এমপি’র পরিবর্তন ঘটবে ভোটের মাধ্যমে। ঈগল পাখি প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার(ভুমি)মো: ইসলাম উদ্দিন, ওসি মোহাম্মদ শাহ আলম জানান, ছাতক-দোয়ারাবাজার আসনে স্বতঃস্ফুর্ত ভোটারের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে সরকারি সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

You might also like