দ্বাদশ সংসদ নির্বাচনঃ হবিগঞ্জ-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী
সত্যবাণী
সিলেট অফিসঃ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বর্তমানসহ ৩ বারের এমপি, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল পাখিকে বিপুল ভোটে হারিয়ে আ’লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের নৌকা বেসরকারীভাবে জয়লাভ করেছে।
বানিয়াচং থেকে সংবাদদাতা জানান, ৭ জানুয়ারি রোববার ২ উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলায় ১০৬টি ভোটকেন্দ্রে নৌকা প্রতীক ভোট পায় ৭১,৪৪৯। আর নিকটতম প্রতিদ্বন্ধী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল প্রতীক পেয়েছে ৩৮,১৮৮ ভোট।
অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলার ৪৪টি কেন্দ্রে নৌকা পেয়েছে ২৮,৪৯৪ ভোট আর ঈগল পেয়েছে ১১,৪১৮ ভোট। ২ উপজেলায় নৌকা প্রতীকের প্রাপ্ত মোট ভোট ৯৯,৯৪৩ আর ঈগল পেয়েছে ৪৯,৬০৬ ভোট। হবিগঞ্জ-২ আসনে নৌকা ৫০,৩৩৭ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।
অন্যান্য প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো, বিএনএম মনোনীত প্রার্থী এসএএম সোহাগ নোঙ্গর প্রতীকে ২৭২, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনমোহন দেবনাথ গামছা প্রতীকে ৫৪ ভোট, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী খাইরুল আলম সোনালী আঁশ প্রতীকে ৩০৯ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ চেয়ার প্রতীকে ১৪১ ভোট, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ জিয়াউর রশিদ ডাব প্রতীকে ১৭০ ভোট, জাতীয় পার্টি মনোনীত শংকর পাল লাঙ্গল প্রতীকে ২৫৩ ভোট ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী শেখ হিফজুর রহমান মিনার প্রতীকে ৪২১ ভোট।