ধর্মপাশায় বিদ্যুৎতায়নের উদ্বোধন করেন- এমপি রতন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ প্রধান মন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য নিয়ে মুজিব শত বর্ষ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।বৃহস্পতিবার দুপুরে মুক্তারপুর গ্রামে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেল এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগেন সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, সুখাইর রপজাপুর দক্ষীণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।প্রধান অতিথি এমপি রতন বলেন, বঙ্গবন্ধুর কন্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমার নির্বাচনী এলাকা ধর্মপাশা,মধ্যনগর,তাহিপুর ও জামালগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎতের আলোয় আলোকিত হয়েছে। প্রধানমন্ত্রী হাওরের সাধারণ মানুষের প্রতি আন্তরিক। অচিরেই মোহনগঞ্জ- সুনামগঞ্জ হয়ে ছাতক পর্যন্ত রেল যোগাযোগ কার্যক্রম শুরু হবে বলেও তিনি ঘোষনা দেন।