ধর্ষণের পর শিশু হত্যাঃ সিলেটে ৪ জনের যাবজ্জীবন

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল (জেলা ও দায়রা জজ) সিলেটের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- আনোয়ার হোসেন, মো. খোকন, ফয়সল মিয়া ও মো. আনাই। তাদের মধ্যে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। রায় ঘোষণাকালে বাকী আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবি সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ২০০৯ সালে ভিকটিম তার ছোট ভাইকে নিয়ে গরু চরানোর জন্য সিলেটের বটেশ্বর এলাকায় বাড়ির পাশের মাঠে যায়। এরপর ৪ যুবক ওই শিশুকে একটি বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করে।
তিনি বলেন, পরদিন শিশুর পরিবার তার মরদেহ একটি গর্ত থেকে উদ্ধার করে। শিশুর হাত ও পা ভাঙাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া যৌনাঙ্গ ও স্তনে গভীর ক্ষত ছিল।
অ্যাডভোকেট ইশতিয়াক বলেন, ঘটনার পর শিশুর পিতা আবুল কাশেম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার মোট ১৩ জন সাক্ষীর সবাই সাক্ষ্য প্রদান করেছেন।

You might also like