নতুন মন্ত্রীসভায় সিলেটের ৩ জন শপথ নিচ্ছেন বৃহস্পতিবার

সত্যবাণী
সিলেট অফিসঃ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আ’লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। বুধবার শপথ নিয়েছেন ২৯৭ জন এমপি। ১১ জানুয়ারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেয়া হয়েছে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

এরমধ্যে সিলেট বিভাগের ৩ জন রয়েছেন এই তালিকায়। তারা হলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ, সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী ও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যেই জানিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।

You might also like