নবাগত ইউএনও’কে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নবাগত ইউএনও ঊর্মি রায়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। ৩ সেপ্টেম্বর রোববার দুপুরে ইউএনও কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের প্রেসক্লাব প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর, মোঃ শামীম আহমদ, নোমানুল ইসলাম প্রমুখ।এ সময় ইউএনও ঊর্মি রায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড যেমন ফুঠে উঠে, তেমনি নানা অসঙ্গতিও উঠে আসে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা সরকারের ভুলগুলো তোলে ধরেন। এতে করে ভুল থেকে বেরিয়ে আসা সম্ভব হয়।তিনি দায়িত্ব পালনকালে সাংবাদিক সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেন।

You might also like