নবীগঞ্জে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সড়কের বেহাল দশা! জনদুর্ভোগ চরমে
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ নবীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সড়কের বেহাল দশা। কার্পেটিং ও ইটের খোয়া উঠে গিয়ে খানাখন্দকে পরিণত হয়েছে পুরো সড়ক। উপজেলার জনবহুল গ্রামীণ জনপদ আউশকান্দি ও দীঘলবাঁক ইউনিয়নসহ আশপাশ ইউনিয়ন সমুহের বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের ব্যস্ততম সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মারাত্মক ক্ষতিগ্রস্ত ভাঙ্গাচোরা সড়কে যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সংবাদকর্মী সাগর আহমেদ জানান, উত্তর আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজার থেকে দীঘলবাঁক ইউনিয়নের নিলামবাজার হয়ে ছড়ারপার পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটির নামকরণ করা হয় শাহ এএমএস কিবরিয়া সড়ক। সড়কটির পাকাকৃত হীরাগঞ্জ বাজার থেকে নিলামবাজার পর্যন্ত খানাখন্দকে বেহাল অবস্থা। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন আউশকান্দি ও দীঘলবাঁক ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। বেশ কয়েক বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। চরম দুর্ভোগে অসহনীয় অবস্থা থেকে রক্ষা পেতে গাড়িচালক ও পথচারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে কয়েকবার রাস্তাটি সংস্কারের কাজ করেছেন। বর্তমান ঘন ঘন বৃষ্টিপাতে পুরো সড়কে বড় বড় গর্তে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম। রোগী, বৃদ্ধ, স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়কের দুর্ভোগের কথা চিন্তা করে বের হতেই ভয় পান। গাড়িচালকেরা অনেকেই এখন এই পথে যেতে চায় না। সিএনজি অটোরিকশা চালক আল আমীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তায় গাড়ি চালাইয়া আর খাইতে পারতামনায় মনে হয়। অন্য কাম খোঁজতে হইবো। নাইলে না খাইয়া মরমু, কারণ এ রাস্তায় গাড়ি লইয়া নামলে বাড়ি ফিরতে পারমু কিনা তারও গ্যারান্টি নাই।’ স্থানীয় বাসিন্দা কউছর মিয়া বলেন, ‘আমরা পুরোপুরি অসহায়। বর্তমান সরকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করছে। কিন্তু আমাদের দূর্ভাগ্য এই রাস্তাটির উন্নয়ন হচ্ছে না।’ তকবির মিয়া বলেন, জানি না ঠিক কতদিন আমাদের মতো মানুষদের এ ভোগান্তি আরো সহ্য করতে হবে। নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী ছাব্বির আহমেদ বলেন, রাস্তাটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।