নাটোরে আলো ছড়ালো বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা

নিউজ ডেস্ক
সত্যবাণী

নাটোর: জেলায় মনোমুগ্ধকর পরিবেশনের মাধ্যমে আলো ছড়ালো পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা। উত্তরা গণভবন প্রাঙ্গণে পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার যুগ্ম আহ্বায়ক জুনাইদ আহমেদ পলক এবং ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র চ্যান্সেলর এবং ফ্রেন্ডস্ অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট সত্যম রায় চৌধুরী মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী (কারাগার) রাম প্রসাদ পাল, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র চ্যান্সেলর এবং ফ্রেন্ডস্ অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট সত্যম রায় চৌধুরীর ফ্রেন্ডস অব বাংলাদেশ কোঅর্ডিনেটিং চ্যাপ্টারের প্রধান সমন্বয়ক এ এস এম সামছুল আরেফিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখের ধারণকৃত বক্তব্য অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।লেজার লাইট শো’র মাধ্যমে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যুদয় পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠন করে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পথ পরিক্রমা উপস্থাপন করা হয়।

এরপর শুরু হয় ভারত ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে যৌথ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতা আবৃত্তি করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রবীন্দ্র সংগীত পরিবেশন করেন অনিমা রায়, সংগীত পরিবেশন করেন ভারতের শাহেদ চট্রোপাধ্যায়,নবনীতা রায় চৌধুরী, শুভজীত, মান্ডবী চক্রবর্ত্তী, শান্তনু চৌধুরী, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গম্ভীরা, প্রাচ্যনাটের গীতিনাট্যসহ অন্যান্য পরিবেশনা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ থ্রিডি হলোগ্রাফীতে উপস্থাপন করা হয়। বর্ণিল আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।ফ্রেন্ডস অব বাংলাদেশ কোঅর্ডিনেটিং চ্যাপ্টারের প্রধান সমন্বয়ক এ এস এম সামছুল আরেফিন জানান, ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র চ্যান্সেলর এবং ফ্রেন্ডস্ অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট সত্যম রায় চৌধুরীর নেতৃত্বে ৪২ সদস্যের প্রতিনিধিদল নাটোরে আসেন।

ভারতের ত্রিপুরা ও পশ্চিম বঙ্গ রাজ্য থেকে আগত প্রতিনিধিদলের মধ্যে ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী (কারাগার) রাম প্রসাদ পাল। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিকেলে বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং রাজশাহীতে নিযুক্ত সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি উত্তরা গণভবন পরিদর্শন করেন।অতিথিরা উত্তরা গণভবনে বঙ্গবন্ধুর উপরে পাভেল রহমানের একটি আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করেন। প্রদর্শনীতে নাটোরের উত্তরা গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের অন্যান্য সদস্য সহযোগে আটটিসহ মোট ২০টি দুূর্লভ আলোকচিত্র স্থান পায়। অতিথির গণভবনে মৈত্রী বৃক্ষ রোপণ করেন।এরআগে প্রতিনিধিদল নাটোরের রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন করেন এবং শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চণায় অংশগ্রহণ করেন।

You might also like