সিরিজ জেতায় টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিবৃতিতে এ অভিনন্দন জানান তারা।এদিকে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। জয় এসেছে ৬ উইকেটের ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ শেষে ফলাফল এখন ৩-১। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার পর এই নিয়ে টানা তৃতীয় টি-টুয়েন্টি সিরিজ জিতল টিম বাংলাদেশ।

You might also like