পঙ্কজ ভট্টাচার্য স্মরণে যুক্তরাজ্যে নাগরিক শোকসভা ১২ জুন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ বাংলার মানুষের মুক্তির লক্ষ্যে নিরলস সংগ্রামী, ষাটের দশকের ছাত্র আন্দোলনের কিংবদন্তী নেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্যের প্রয়াণে লন্ডনে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন সোমবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে। গত ১৫ মে, পূর্ব লন্ডনের বিজনেস ডেভলাপমেন্ট সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশী-ব্রিটিশ নাগরিক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বিশিষ্ট কমিউনিটি নেতা ও মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক মাহমুদ এ রউফের সভাপতিত্বে এতে অংশ নেন বিলেতে মুক্তিযুদ্ধের শীর্ষস্থানীয় প্রবীণ সংগঠক, যুক্তরাজ্য আ’লীগ সভাপতি সুলতান শরীফ, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু মুসা হাসান, কমিউনিটি নেতা ও পীর হবিবুর রহমান ফাউন্ডেশনের সভাপতি আজিজ চৌধুরী, ষাটের দশকের ছাত্রনেতা ও জেসিডাব্লিউআই এর সাবেক চিফ এক্সিকিউটিভ হাবিব রহমান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক দেওয়ান গৌছ সুলতান, প্রবীণ সাংবাদিক হামিদ মোহাম্মদ, আমরা একাত্তর-এর যুক্তরাজ্য সংগঠক সত্যব্রত দাস স্বপন, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক, সাবেক ছাত্রনেতা, আইনজীবী সৈয়দ ইকবাল, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি ও অনলাইন পোর্টাল সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা ও যুক্তরাজ্য আ’লীগ নেতা সরোয়ার কবিরসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।
অনুষ্ঠিতব্য শোকসভা সফল করার লক্ষ্যে ষাটের দশকের ছাত্রনেতা ও জেসিডাব্লিউআই-এর সাবেক চীফ এক্সিকিউটিভ হাবিব রহমানকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান ও আজিজ চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রবীণ রাজনীতিবিদ সুলতান শরীফ ও মাহমুদ এ রউফের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয় এবং সার্বিক কার্য পরিচালনার জন্য সৈয়দ আনাস পাশা ও সৈয়দ ইকবালকে কমিটির সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়। মূল কমিটিতে বিলেতে সাংগঠনিক কর্মতৎপর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভূক্তি রেখে সবার সমন্বয়ে মুক্তিযুদ্ধের শীর্ষস্থানীয় সংগঠক পংকজ ভট্টাচার্যের প্রতি নাগরিক শ্রদ্ধা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়।