পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক
সত্যবাণী

দিল্লি: নিজের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুদিন আগে দুর্নীতির মামলায় ছয় মাস কারাবাসের পর মুক্তি পান তিনি।রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে একটি দলীয় সভায় তিনি এ পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছে এনডিটিভি।অরবিন্দ কেজরিওয়াল বলেন, দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসব না।তিনি আরও বলেন, আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন জনতার আদালত থেকে ন্যায়বিচার পেতে চাই।কেজরিওয়াল বলেন, ‘আমি মনিশের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন জনগণ যখন বলবে আমরা সৎ তখনি আমরা স্বপদে ফিরে যাব। আমাদের ভাগ্য এখন জনতার হাতে।আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানান, পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসেবে দলের একজন সদস্যের নাম ঘোষণা করা হবে। জনতার কাছে যাবেন তিনি তাদের সমর্থন আদায়ের জন্য। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন এ বছরের নভেম্বরে অনুষ্ঠানেরও দাবি জানান কেজরিওয়াল।এর আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ৬ মাস কারাবন্দি থাকার পর গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জামিনে মুক্তি পান কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। এরপর আজ রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

You might also like