পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১২ জুলাই জিলহজ মাস শুরু এবং সারা দেশে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ইদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হবে।রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।এ সংক্রান্ত সভায় সভাপতিত্বে করছেন ধর্মপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় ধর্ম সচিব নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ মন্ত্রণালয় ও ফাউন্ডেশেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই (রবিবার) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ১২ জুলাই জিলহজ মাস শুরু হবে এবং ইদুল আজহা পালিত হবে আগামী জিলহজ মাসের ১০ তারিখ (২১ জুলাই)।এদিকে রবিবার সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে স্থানীয় জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।এদিকে শনিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসেবে রোববার (১০ জুলাই) সেখানে জিলহজ মাস শুরু হয়েছে। আর দেশটিতে ইদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার)।করোনা পরিস্থিতিতে ঈদের জামাত প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত বছরের দুটি ইদ এবং এবার ইদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতও হবে মসজিদে। সেক্ষেত্রেও নামাজ পড়তে হবে দূরত্ব বজায় রেখে, করা যাবে না কোলাকুলি।

You might also like