পরিবেশ অধিদপ্তরের অভিযান পলিথিন বিক্রির দায়ে মাধবপুর ৬ লাখ টাকা জরিমানা আদায়
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়। সোমবার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরের ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির দায়ে ৬ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।মাধবপুর থেকে সংবাদদাতা জানান, সোমবার দিনভর পরিচালিত অভিযানে পলিথিন রাখা ও বিক্রির দায়ে রতন রায় স্টোরকে ৮০ হাজার, জামাল স্টোর ৩৫ হাজার, গণেশ্বর ভান্ডার ৩০ হাজার, শ্যামা স্টোর ৩৫ হাজার, দয়ামায়া স্টোর ৫০ হাজার, কৃষ্ণ চন্দ্র পালকে ১ লক্ষ, ছুটু মিয়া স্টোরকে ৩০ হাজার, স্বরূপ ভান্ডারকে ১ লক্ষ, হরিলাল স্টোরকে ৪৫ হাজার, কাজল চক্রবর্তীকে ৫০ হাজার ও ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করে র্যাবের একটি টিম। এ সময় ১ টনেরও বেশি পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।