পর্তুগালে বাংলাদেশি হিন্দু ধর্মীয় অনুসারীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন
শাহ মোহাম্মদ তানভীর
সত্যবাণী
পর্তুগাল থেকে: পর্তুগালের রাজধানী লিসবনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে হিন্দুদ সম্প্রাদায়ের দুর্গাপুজা উৎসব। গতকাল ০৪ ই সেপ্টেম্বর লিসবনে বাংলাদেশি হিন্দু এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যপী দুর্গা উৎসব উদযাপিত হয়।
এসময় সকাল ৯ টায় পূজা, পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বন্টনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।পরবর্তীতে আরতি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে দশমী পূজার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
এসময় লিসবনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ভারত দূতাবাসের দ্বিতীয় সচিব মি.প্রিতম শিবামুর্তি ও নেপালের দ্বিতীয় সচিব গিরিজা সুবেদী সহ আরো অনেকেই।
রাষ্ট্রদূত এসময় প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে সকলকে মিলেমিশে চলার আহ্বান জানান। তিনি আরো বলেন গত বছর থেকে এবছর আরো বড় পরিসরে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। যা আমাকে অনেকটা বিমোহিত করেছো।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও আবৃতির মাধ্যমে সকলের অংশগ্রহণে একটি সুন্দর ও সার্থক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।