‘পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?’
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
ক্রিকেটঃ প্রায় ১৮ বছর পর তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান গিয়েছিলো নিউজিল্যান্ড। কিন্তু প্রথম ওয়ানডে শুরুর খানিক আগে নিরাপত্তা শঙ্কার কথা বলে সফর স্থগিত করে দিয়েছে তারা। দলটির এমন সিদ্ধান্তে যখন উত্তাল পুরো ক্রিকেট বিশ্ব, তখন হঠাৎ করেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের পোস্টার বয়, ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল। টুইটারে পাকিস্তান যাওয়ার ঘোষণা দিয়ে ক্যারিবীয় ক্রিকেটার প্রশ্ন করলেন তার সঙ্গে আর কে কে যেতে চান পাকিস্তানে?শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১টায় টুইটারে নিজের অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় এই বিধ্বংসী তিনি লিখেছেন, আমি আগামীকাল পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?
এই টুইট করে তিনি বোঝাতে চেয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানে আসলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।গেইলের টুইটে রিটুইট হয়েছে প্রায় ৩২ হাজার বার। লাইক করেছেন দেড়লাখের বেশি মানুষ। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও রি-টুইটে লিখেছেন, ‘কিংবদন্তি, তোমার সঙ্গে সেখানে দেখা হবে।পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলের বাকি ম্যাচ খেলতে গেইল এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর এই আরব আমিরাতকেই দীর্ঘদিন ‘হোম গ্রাউন্ড’ বানিয়ে খেলেছে পাকিস্তান।