পি কে হালদারকে আদালতে তোলা হচ্ছে আজ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ভারত: বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে প্রতিবেশী রাষ্ট্র ভারতে গ্রেফতার হওয়া পি কে হালদারসহ ৬ আসামিকে ১১ দিনের জেল হেফাজত শেষে আজ মঙ্গলবার (৭ জুন) ফের আদালতে তোলা হচ্ছে।পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ছাড়াও বিভিন্ন অঞ্চলে পি কে হালদারসহ তার সহযোগীরা বেআইনিভাবে ব্যবসা ব্যবসা পরিচালনা করছেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পি কে হালদারসহ অন্য আসামিদের গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পরবর্তীকালে তাদের আদালতে তোলা হলে প্রথমে ৩ দিনের এবং এরপর আরও ১০ দিনের জন্য হেফাজতে নেয় ইডি। গ্রেফতারকৃত ছয় আসামির কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকাসহ বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করা হয়।হেফাজতে থাকাকালীন ইডি অনেক তথ্যই সংগ্রহ করতে পেরেছে বলে সংবাদ পাওয়া গেছে। গ্রেফতার হওয়ার পর তাদের নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সংস্থাটি।ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্তের স্বার্থে এখনই কোনো ধরনের প্রভাবশালীর নাম প্রকাশ করা হবে না। কলকাতাতেও প্রচুর নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসব বিপুল টাকার উৎস জানাতে পারেনি তারা।