প্রজ্ঞাপন জারি : বিধিনিষেধ বাড়ল ২৩ মে পর্যন্ত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে চলমান বিধিনিষেধ আরও এক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।এরই ধারাবাহিকতায় লকডাউনের মেয়াদ আরও সাত দিন অর্থাৎ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত বাড়ল।রবিবার (১৬ মে) বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা রোগী শনাক্ত ও মহামারির সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরও সাত দিন বর্ধিত করা হয়েছে।এই সময়ের মাঝে রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত দপ্তর ও সংস্থা জরুরি পরিষেবার আওতাভুক্ত থাকবে।পাশাপাশি লকডাউন চলাকালে খাবারের দোকান ও রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না।তবে রেস্টুরেন্টগুলো খাবার পার্সেল দিতে পারবে।একই সাথে বিধিনিষেধ চলাকালে আগের মতোই বন্ধ থাকছে আন্ত:জেলা গণপরিবহন ও শপিংমল।
এর আগে শনিবার (১৫ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ও ভারতের অবস্থা বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে।তিনি বলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমনভাবে আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ানোর পক্ষে সরকার। শিগগিরিই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বিধিনিষেধ দেওয়া হয়। পরে তা কয়েক দফায় বাড়ানো হয়। এরমধ্যে শপিংমল খোলাসহ বেশকিছু বিষয়ে বিধিনিষেধের শর্ত শিথিল করে সরকার। সবশেষ ইদের আগে ৫ মে ফের বিধিনিষেধ বাড়ানো হয় ১৬ মে পর্যন্ত। এরই মাঝে রবিবার নতুন এই প্রজ্ঞাপন জারি করল সরকার।