প্রধানমন্ত্রীর সাথে মন খুলে কথা বললেন জাহানারা ও বীরেন্দ্র
সত্যবাণী
সিলেট অফিসঃ ‘আমি জাহানারা বেগম। আমার বাড়ি শ্রীমঙ্গল কালিঘাট সড়কের মুসলিমবাগ এলাকায়। আমি সেলাই কাজ করি। আমার তিনটি মেয়ে, প্রতিবন্ধী স্বামী। একসময় চোখে দেখতে পেতাম না। আমি সেলাই কাজ করে সংসার চালাই। ২/৩ বছর ধরে সেলাই কাজ করতে পারি না। কাছের কিছু দেখতে পারি না। শ্রীমঙ্গল হাসপাতালে গিয়ে বিনামূল্যে চোখের অপারেশন করিয়েছি। তারা আমারে চশমা দিয়েছে, চোখের ড্রপ দিয়েছে। এখন আমি সুস্থ। সেলাই করে খাই। কোরআন শরীফ পড়তে পারি। আমি কোরআন শরীফ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। আপনি আবারো প্রধানমন্ত্রী হোন।’
কথাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এভাবেই বলছিলেন শ্রীমঙ্গল শহরের কালিঘাট সড়কের মুসলিমবাগ এলাকার জাহানারা বেগম। প্রধানমন্ত্রী তখন ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে মনযোগ দিয়ে শুনছিলেন জাহানারা বেগমের কথা। প্রান্তিকপর্যায়ে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার প্রসার ঘটাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারের স্বাস্থ্য বিভাগ স্থাপন করেছে আই কেয়ার সেন্টার।
শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা জানান, ১৬ অক্টোবর সোমবার সারাদেশের ৬৫ প্রান্তের সাথে শ্রীমঙ্গলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি উদ্বোধন করেন আই কেয়ার সেন্টার। এ সময় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেন সেবাগ্রহীতা কালিঘাট সড়কের মুসলিমবাগ এলাকার জাহানারা বেগম ও সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার বীরেন্দ্র দেব।
বীরেন্দ্র দেব বলেন, ‘আমি দরিদ্র মানুষ। কাম-কাজ করে খাইতাম। কাজের সময় এক দুর্ঘটনায় চোখে ব্যথা পাই। ছানিপড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্যে আমার চোখের অপারেশন করে দিয়েছে। আমি এখন সুস্থ। চোখে দেখতে পাই।’
এ সময় প্রধানমন্ত্রী বীরেন্দ্র দেবকে একটা কাজের ব্যবস্থা করে দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় শ্রীমঙ্গল প্রান্তে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের এমপি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুনসহ উপকারভোগীরা।