প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ
নিউজডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ প্রায় ১০ মাস পর বাংলার সবুজ গালিচায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।গত ১১ মার্চের পর থেকে শুধু অপেক্ষা ছিল বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে স্বাগত জানিয়ে সেই অপেক্ষার প্রহরে ইতি টানতে যাচ্ছে টিম বাংলাদেশ।সিরিজ শুরুর আগে সংবাদমাধ্যমে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজস্ব একটি ব্র্যান্ড তৈরির লক্ষ্যে মাঠে নামবেন তাঁরা।
টাইগার অধিনায়ক আরও জানান, প্রতিটি ম্যাচই গুরুত্বের, ‘নরমালি তো সবসময় জেতার চাপ অবশ্যই থাকে। এখন থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত আমরা খুব বেশি হলে ২৭-২৮টা ওয়ানডে খেলব। আমাদের জন্য পয়েন্ট সিস্টেমের জন্য প্রত্যেকটা ম্যাচ জেতাটা এখন খুব গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চাইব যাতে আমাদের বাছাইপর্ব খেলতে না লাগে। যেনো শীর্ষ আটে থাকতে পারি। তাই সব ম্যাচই গুরুত্বপূর্ণ।তামিম আরও বলেন, ‘সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমি মনে করি ম্যাচের শুরুটা ভালোভাবে করা সবচেয়ে বেশি জরুরি।তাই ওয়ানডে দলের ব্যাটিং লাইনআপে কিছুটা পরিবর্তন করতে চলেছে টিম ম্যানেজমেন্ট। লোয়ার অর্ডারে সৌম্য সরকারকে নামানোর সিদ্ধান্তকে সমর্থন করছেন তামিমও এবং সাকিব আল হাসানকে তাঁর তিন নম্বর পছন্দের জায়গা থেকে চার নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে।
সাকিবের নতুন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বার্তা সাকিবের কাছে খুব স্বাভাবিক। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। সে বলেছে এটি গ্রহণ করতে তার কোনো সমস্যা নেই। সাকিব এটা বুঝতে পেরেছে। আমরা সবাই জানি চার নম্বরে সাকিব কতটা ভালো ছিল, এই জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য তার রেকর্ডই যথেষ্ট। আমরা এটি সম্পর্কে ভালোভাবে অবহিত।সকাল ১১টায় তামিম টস করতে মিরপুরের সবুজ গালিচায় পা রাখবেন। তার সঙ্গী হবে জেসন মোহাম্মদ। করোনা আতঙ্কে বঙ্গদ্বীপে সফরে আসেনি ওয়েস্ট ইন্ডিজ অনেক সিনিয়র ক্রিকেটার। অনভিজ্ঞ দলের অধিনায়ক জেসন যিনি দলে ফিরেছেন দুই বছর পর।এই ম্যাচের পর ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ২৫ জানুয়ারি এবং ৩-৭ ফেব্রুয়ারি হবে। ১১ ফেব্রুয়ারি দুই দলের মধ্যকার শেষ টেস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে।