প্রিন্স ফিলিপের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।এক শোকবার্তায় বঙ্গভবন প্রেস উইং একথা জানায়।শুক্রবার (৯ এপ্রিল) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা গেছেন।

প্রিন্স ফিলিপ একজন গ্রীক রাজপুত্র, তিনি ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রাজতন্ত্রকে আধুনিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে এলিজাবেথকে বিয়ে করেন। তিনি ছিলেন বাকিংহাম প্যালেসের বাইরের একমাত্র ব্যেক্তি যাকে রানি বিশ্বাস করতে পারেন। ১৯৯৭ সালে বিবাহের ৫০ তম বার্ষিকী উপলক্ষে ফিলিপকে দেওয়া এক বিরল ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনে রানী এলিজাবেথ বলেছিলেন, ‘তিনি খুব সহজেই আমার শক্তিতে পরিণত হয়েছেন এবং এই এতোগুলো বছর তা ধরে রেখেছেন।’

You might also like