ফিলিস্তিনি মুসলিমদের সুরক্ষায় সিলেটের মসজিদে মসজিদে মোনাজাত
সত্যবাণী
সিলেট অফিসঃ সরকারি নির্দেশনা অনুযায়ী ইসরাইলের বর্বরোচিত নারকীয় হামলা থেকে ফিলিস্তিনি মুসলিমদের রক্ষার জন্য সিলেটের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে। এতে পবিত্র মসজিদুল আকসার সুরক্ষা এবং নিহত ফিলিস্তিনিদের জন্য শহীদের মর্যাদা ও যুদ্ধাহতদের জন্য উন্নত চিকিৎসার জন্য প্রার্থনা করা হয়।
২০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজে শেষে সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমজাদ হোসেন।
এ সময় অনেকেই চোখের জল ছেড়ে মহান আল্লাহর রহমত কামনা করেন। তাছাড়া মুসল্লিরা বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ ছাড়াও হযরত শাহপরান (রহ.),সিলেট কোর্ট জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, বন্দরবাজার আবু তোরাব জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, সাদারপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, ভার্থখলা জামে মসজিদ, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদ, কাজীটুলা জামে মসজিদসহ নগরির বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ হাজার হাজার মুসল্লিদের নিয়ে স্বপ্রণোদিত হয়ে বিশেষ মোনাজাত করেছেন।
জুম্মার নামাজ শেষে প্রতিটি মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ মুসল্লিরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। প্রতিটি মিছিল নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন সহায়তায় ফিলিস্তিনের অসহায় নারী ও শিশুসহ বৃদ্ধদের উপর ইহুদীবাদী ইসরাইলের পৈশাচিক হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে এই একপেশে হামলা বন্ধের দাবি জানান।