ফুলবাড়ী ইউপি চেয়ারম্যানের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আবুল হানিফ খানের হাতে সেবাপ্রত্যাশী কামরুজ্জামান মাসুদকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার উপজেলার হেতিমগঞ্জের চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা জানান, সর্বস্তরের ব্যবসায়ী ও ফুলবাড়ী ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি মবর মিয়া। জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রাজু আহমদ, সুয়েব আহমদ, লিমন আহমদ, রিমন আহমদ, কাদির মিয়া, মবু মিয়া, এমরান খান, ছালেহ মিয়া, আব্দুর রহমান ও ময়নুল ইসলাম।সভায় বক্তারা বলেন, দোকানের ট্রেড লাইসেন্স আনতে ইউনিয়ন পরিষদে যান সেবাপ্রত্যাশী কামরুজ্জামান মাসুদ। এ সময় সচিব তার কাছে অতিরিক্ত টাকা দাবি করায় তিনি তার প্রতিবাদ করেন। পরে ইউপি চেয়ারম্যান আবুল হানিফ খান তাকে প্রকাশ্য দিবালোকে মারধর করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। বক্তারা ঘটনার সুষ্টু তদন্ত করে চেয়ারম্যান হানিফকে অপসারণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।