ফেইসবুক লাইভে গুজব কান্ড: অবশেষে ফয়সলকে ছাতক অনলাইন প্রেসক্লাব থেকে অব্যাহতি

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাব থেকে মো. ফয়সল আহমদকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ নবেম্ভর) সংগঠনের সভাপতি সাকির আমিন ও সাধারন সম্পাদক অলিউর রহমান যৌথ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে লিখিত ভাবে তাকে অব্যাহতি প্রদান করা হয়। মো. ফয়সল আহমদ এর বিরুদ্ধে ছাতক অনলাইন প্রেসক্লাবের প্রাথমিক সদস্য ও সহ-সভাপতি থাকা অবস্থায় সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত, ফেইসবুক পেইজ ছাতক টু সুনামগঞ্জ নিয়ম বর্হিভূত ভাবে সংবাদ আকারে লাইভ সম্প্রচার সহ বিভ্রান্তিকর গুজব ছড়ানোর অভিযোগ উঠে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে প্রাথমিক ভাবে সত্য বলে প্রমানিত হয়। অদ্য হতে ছাতক অনলাইন প্রেসক্লাবের পদ পদবী ও সংগঠনের নাম ব্যবহার না করা জন্য অনুরোধ করা হয়। মো. ফয়সল আহমদ উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের কাকুরা গ্রামের মৃত. মুসলিম আলীর ছেলে।

তদন্ত প্রতিবেদন সুত্রে জানা যায়, মো. ফয়সল আহমদ দীর্ঘদিন ধরে সংগঠন বিরোধী কার্যকলাপ ও তার নিজ ছাতক টু সুনামগঞ্জ ফেইসবুক পেইজ থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিকর লাইভ সম্প্রচার করায় আসছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে ছাতক থানার একটি হত্যা মামলার আসামীকে পুলিশ কতৃক জিজ্ঞাসাবাদের ভিডিও তার ফেইসবুক পেইজ থেকে লাইভ সম্প্রচার করে। পরবর্তীতে ১২ আগষ্ট ২০২২ ইং তারিখে উপজেলার পীরপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে চুরির ঘটনার চারদিন পর ডাকাতির ঘটনা সাজিয়ে লাইভ সম্প্রচার করে মো. ফয়সল আহমদ। যাহা পুলিশ তদন্তে চুরি বা ডাকাতির কোন সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনাটি পুলিশের গোপন শাথায় লিপিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। ৫ নবেম্ভর ২০২২ ইং তারিখে ছাতক থানার ওসিকে জড়িয়ে কোন এক ব্যক্তির সাথে মামলা সংক্রান্ত বিষয়ে গোপন ফোন আলাপ মো. ফয়সল আহমদ এর নিজ ছাতক টু সুনামগঞ্জ ফেইসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হয়। এ বিষয়ে ছাতক থানা পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা ছাতক অনলাইন প্রেসক্লাব সংশ্লিষ্টদের অবগত করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়টি ফলাওভাবে সংবাদও প্রচার করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন সুত্রে আরো জানা যায়, এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে মো. ফয়সল আহমদ এর উপস্থিতিতে সংগঠনের এক সাধারন সভা অনুষ্টিত হয়। এতে মো. ফয়সল আহমদ সদুত্তর দিতে পারেনি। তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে মো. খালেদ মিয়া, মো. ফজল উদ্দিন ও মো. জাকারিয়াকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। একাধিকবার মো. ফয়সল আহমদকেক সতর্ক করা সত্বেও সে সংগঠন বিরোধী কাংক্রম অব্যাহত রাখে।৬ নবেম্ভর ২০২২ ইং তারিখে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। যার অনুলিপি সংগঠনের উপদেষ্টা মন্ডলী আবুল লেইচ কাহার, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, সাংবাদিক শামীম আহমদ তালুকদারকে প্রেরন করা হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মো. ফয়সল আহমদ পেশারিত্বে অবহেলা, দেশের প্রচলিত আইন ও তথ্য প্রযুক্তি আইনের তোয়াক্কা না করা ও সংগঠন বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছেন। যাহা সংগঠন ও সংবাদকর্মীদের জন্য ঝুকিপূর্ণ। মো. ফয়সল আহমদকে অনলাইন প্রেসক্লাব থেকে অব্যাহতি প্রদানের জন্য তদন্ত কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।অবশেষে ১৪ (নবেম্ভর) সংগঠনের জরুরী বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে সিন্ধান্ত মোতাবেক মো. ফয়সল আহমদকে ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য সহ সকল প্রকার দায় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। এ বিষয়ে ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন ও সাধারন সম্পাদক অলিউর রহমান অব্যাহতি প্রদানের সত্যতা স্বীকার করেছেন। সংগঠনের উপদেষ্টা মন্ডলী আবুল লেইচ কাহার, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, সাংবাদিক শামীম আহমদ তালুকদার অনুলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like