ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের বিজয় দিবস উদযাপন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ফেঞ্চুগঞ্জ উপজেলা: ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুহিনী বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুজ্জামান রুমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু আহমদ
রাজা, মিছবাহ আহমদ চৌধুরী, নজরুল ইসলাম মিফতার, জুবেদ আহমদ চৌধুরী শিপু, আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা, শিক্ষা কর্মকর্তা সফিক উদ্দিন, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু, ছাত্রলীগ নেতা রেজওয়ান আহমদ, ফাহিম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব জাতীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে কুচকাওয়াজ পরিদর্শন করেন। প্রধান অতিথি শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন।