ফেঞ্চুগঞ্জ সার কারখানার চুরির তার উদ্ধারঃ ৩ চোর গ্রেফতার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সারকারখানার পুরাতন এ্যামোনিয়া কম্প্রেসার থেকে ৭০ জগ তামার তার চুরি হয়। চুরি যাওয়া তার নিয়ে যাওয়ার সময় ডিউটিরত আনসার সদস্য চোর দলকে ধরার জন্য ধাওয়া করেও ব্যর্থ হন। ৯ এপ্রিল রোববার এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং ০৩/২৩)।
ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা জানান, মামলার আইও এসআই আশরাফুল আলম রোববার অভিযান চালিয়ে পার্শ্ববর্তী রাজনগর থানার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া তামার তার ও ৩ চোরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন রাজনগর থানার নিজগাও পশ্চিম খাসের ফুল মিয়ার পুত্র শাহিন (৩০), মৃত আলমগীর মিয়ার পুত্র শফিক মিয়া (২৯) ও মৃত মুমিন মিয়ার পুত্র সোহেল আহম্মদ (২৬)।পুলিশ জানায়, সংঘবদ্ধ চোরদল দেড় লাখ টাকা মূল্যের ৭৫ ফুট তামার তার চুরি করে পালিয়ে যায়। অভিযানে তাদের কাছ থেকে ৫০ ফুট তার উদ্ধার করা হয়েছে। সার কারখানায় যত চুরি হয়েছে প্রত্যেক ঘটনায় এ চক্র জড়িত ছিল। তারা একাধিক মামলায় কারাভোগ করে জামিনে বেরিয়ে এসে আবারও বেপরোয়া চুরিতে লিপ্ত। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

You might also like