ফের চালু হচ্ছে বিমানের লন্ডন-সিলেট ফ্লাইট
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা বিমানের লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট পুণরায় চাালু হচ্ছে।বৃহস্পতিবার আন্ত:মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।পররাষ্ট্রমন্ত্রী এই সভায় সভাপতিত্ব করেন।করোনা সংক্রমণের কারণে লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ।এতে সিলেটের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় সিলেটের প্রবাসীরাও বিপাকে পড়েন।সরাসরি লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট চালুর দাবিতে সিলেটের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবিও জানানো হয়।
এ অবস্থায় বৃহস্পতিবার আত্নঃমন্ত্রণালয়ের এক সভায় সরাসরি লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট চালু করার সিদ্ধান্ত হয়।তবে কবে থেকে এই ফ্লাইট চালু হবে তা জানা যায়নি।এ প্রনঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেন, লন্ডন-সিলেট সরাসরি বিমানের ফ্লাইটটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রী বলেন,সিলেটে কোয়ারেন্টাইন সুবিধা চেয়েছিল বিমান,সেই ব্যবস্থা করেছি আমরা।এছাড়া যে সমস্ত যাত্রীদের কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট থাকবে, কেবল তারাই হোম কোয়ারেন্টাইনে যেতে পারবেন।যাদের এ সার্টিফিকেট থাকবে না প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন প্রেরণ করা হবে তাদেরকে।
উল্লেখ্য,২৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়- বিমানে যারা লন্ডন থেকে সিলেট আসবেন ঢাকায় ইমিগ্রেশন করে সেখানেই তাদের ব্যাগেজ ক্লেইম করতে হবে তাদেরকে এবং ঢাকা থেকে আবার নতুন করে বডিং পাস নিয়ে আসতে হবে সিলেটে।