ফের ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
বাংলাদেশঃ সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ সময় সোয়া সাতটায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এ দুই ম্যাচ জিতলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে জয় পায় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে জেতে ৫ উইকেটের ব্যবধানে। সর্বশেষ ম্যাচেও ১০ রানের জয় পায় স্বাগতিকরা।