বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নিউজডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের বাইরে লন্ডনে প্রথমবারের মত অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের আয়োজক ইউনাইটেড ফুটবল ক্লাব। টুর্নামেন্টে নটআউট নিয়মে ১০টি ক্লাব অংশ নেয়।৬ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ উইভার্স ফিল্ড মাঠে প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল খেলায় স্টেপনি এফসি কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জয় ফুটবল ক্লাব। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি বাবুল খান। সাধারণ সম্পাদক এম এ সালাম পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অধিনায়ক জামাল খান, ম্যানেজার আব্দুল হেলাল চৌধুরী সেলিম। ভার্চুয়াল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল,যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ।রার্নাসআপ স্টেপনী এফ সি মাঠে পুরস্কার বিতরন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল হক, বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী এ এস এম জাহিদুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, তাকে সহযোগিতা করেন আব্দুল বাছির ও আব্দুল সালাম। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন

You might also like