বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তির চেক বিতরণ
সত্যবাণী
সিলেট অফিসঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’প্রদত্ত ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি ২০২৩’র চেক বিতরণ করা হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন ইভেন্টের কৃতী খেলোয়াড় ও শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার যারীন তাসনীম তাসিন, ফুটবল কোচ বদরুল আলম ফয়েজসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়াঙ্গনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
কৃতী খেলোয়াড় ও শিক্ষার্থীরা চেক গ্রহণ করে আনন্দিত হন এবং প্রাপ্ত অর্থ ভবিষ্যতে তাদের লেখাপড়াসহ ভালো খেলোয়াড় তৈরিতে বিশাল অবদান রাখবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যৎ প্রজন্মে ভালো খেলোয়াড় তৈরিতে এ ধরণের ক্রীড়া শিক্ষাবৃত্তি সফলতা বয়ে আনবে বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ এর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।