বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় পর্যালোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
সত্যবাণী
যুক্তরাষ্ট্রঃ বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় পর্যালোচনার উদ্যোগ নেয়ায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।এক বিবৃতিতে বঙ্গবন্ধু পরিষদ,যুক্তরাষ্ট্রের সভাপতি ডঃ নুরুন নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী জানান অনেক বছর ধরে আমরা বিভিন্ন সভা, মানববন্ধন, স্মারকলিপি ও সংবাদপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে অবহিত করার চেষ্টা করে আসছি যে রাশেদ চৌধুরী একজন খুনি ও দণ্ডিত পলাতক আসামী এবং দাবি জানিয়ে আসছি যুক্তরাষ্ট্রে তার রাজনৈতিক আশ্রয় বাতিল করে তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।
অনেক বছর পরে হলেও জাতির জনকের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় পুনর্বিবেচনায় আনছে যুক্তরাষ্ট্র সরকার, তাই আমরা আশার আলো দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্র আইনের দেশ, মানবতার দেশ। এই দেশে কোন খুনি পলাতক আসামীর নিরাপদ আশ্রয় হতে পারে না। তাই যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আমাদের দাবি, পলাতক দণ্ডিত আসামী খুনি রাশেদ চৌধুরীকে যেন অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সাথে সাথে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আরও একজন পলাতক দণ্ডিত আসামী যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান খান-কেও যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়।