বড়লেখায় বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ জন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মৌলভীবাজারের বড়লেখায় ১৮ বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বড়লেখা পৌরসভার মাইজপাঁড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার মাইজপাঁড়া গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের স্ত্রী জহুরা আক্তার (৪২) ও মুড়িরগুল গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে আফজল হোসেন সুমন (২৬)।বড়লেখা থেকে সংবাদদাতা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বড়লেখা পৌরসভার মাইজপাঁড়া এলাকার বাসিন্দা চিহ্নিত মাদক কারবারী রিয়াজ উদ্দিনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে-এমন খবর পেয়ে এসআই জাহেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় রিয়াজের ঘরে তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তখন জহুরা আক্তার ও আফজল হোসেন সুমন নামে ২ জনকে পুলিশ গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।এসআই জাহেদ আহমদ বুধবার রাতে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

You might also like