বড়লেখায় বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ জন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ মৌলভীবাজারের বড়লেখায় ১৮ বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বড়লেখা পৌরসভার মাইজপাঁড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার মাইজপাঁড়া গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের স্ত্রী জহুরা আক্তার (৪২) ও মুড়িরগুল গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে আফজল হোসেন সুমন (২৬)।বড়লেখা থেকে সংবাদদাতা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বড়লেখা পৌরসভার মাইজপাঁড়া এলাকার বাসিন্দা চিহ্নিত মাদক কারবারী রিয়াজ উদ্দিনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে-এমন খবর পেয়ে এসআই জাহেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় রিয়াজের ঘরে তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তখন জহুরা আক্তার ও আফজল হোসেন সুমন নামে ২ জনকে পুলিশ গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।এসআই জাহেদ আহমদ বুধবার রাতে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।