বন্দরবাজারে ডেবে গেছে রাজপথ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট নগরির বন্দরবাজার থেকে ধোপাদিঘীর পাড় সড়কের মধ্যখানে সড়কের ঢালাই ধেবে গিয়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোন মূহুর্তে এখানে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে নগরির বন্দরবাজার থেকে ধোপাদিঘীর পাড় সড়কের মধ্যেখানে হঠাৎ করে সড়ক ধেবে গিয়ে গর্ত দেখা দেয়। যত সময় যাচ্ছে এই গর্ত বড় হচ্ছে। বর্তমানে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।২৪ মে বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের মধ্যেখানে ঢালাই ধেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় যানবাহন চালকরা গাছের ডালপালা ও কাপড়ের টুকরো দিয়ে যানবাহনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।এ বিষয়ে জানতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবরের মোবাইলে কল গেলেও তিনি তা রিসিভ করেন নি।