বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ বরেণ্য সাংবাদিক, খ্যাতিমান কলামিস্ট ও দৈনিক বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের হাসননগরস্থ প্রয়াত হাবিবুর রহমানের নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রয়াত পীর হাবিবের আপন ছোটভাই ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলুসহ অন্যারা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন,জামতলা জামে মসজিদের খতিব মাওলানা সাজিদুর রহমান। এছাড়াও পীর হাবিবুর রহমানের আত্মার শান্তি কামনায় সুনামগঞ্জ শিশু পরিবারের শিশুদের মধ্যে খাবার বিতরণ করা। উল্লেখ্য.-বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। কিন্তু গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে।

You might also like