বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সন্তোষ প্রকাশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ১৯৭১ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার।এক বিবৃতিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া জানান, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানি হানাদার বাহিনীর অধীনে রাজাকার, আলবদর বাহিনীর পাশাপাশি শান্তি কমিটি গঠন করে দেশে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধ সংঘটনে পৈশাচিক ভূমিকা পালন করেছিল। ৩০ লক্ষ শহীদের মাটিতে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করার এই যুগান্তকারী পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তবে, তারা যেন রং বদলিয়ে অন্য দলে প্রবেশ না করতে পারে অথবা অন্য কোন নামে দল গঠন না করতে পারে সে দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ দিন পরে জামায়েতে ইসলামীর সদস্যরা দেশে বিভিন্ন ব্যাবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেছে। আমরা তাদের সকল ব্যাবসা বাণিজ্যও বাজেয়াপ্ত করার জোড় দাবি জানাচ্ছি।