বাউলরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে:সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট বিভাগের সংরক্ষিত সাবেক মহিলা সাংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, ৩৬০ আউলিয়ার দেশ সিলেট। এই মাঠি পবিত্র এখান থেকে বহু মানুষ উচ্চ স্হানে সম্মানিত হয়েছেন। অপ সংস্কৃতিকে দূর করতে সুস্থ ধারার সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। গান মানুষের মনের কথা বলে গানের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। ভাল কাজের মূলায়ন করতে হবে,বাউলরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে বন্যার্তদের পাশে দাড়িয়েছে। তাদের মহতি উদ্যোগ গ্রহন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ২ জুলাই শনিবার সিলেট নগরীর তালতলাস্ত কার্যালয়ে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন এর উদ্যোগে ও বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সার্বিক সহযোগিতায় সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্ত বাউল শিল্পী যন্ত্রশিল্পীদের মধ্যে ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি বাউল কাজল দেওয়ান এর সভাপতিত্বে ও বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক বাউল লতিফ সরকার,সহসাধারণ সম্পাদক ইমন সরকার, মিরাজ দেওয়ান, দপ্তর সম্পাদক মতিন দেওয়ান । বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহ সভাপতি বাউল লাল মিয়া,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উদাসী মুজিব, সাংবাদিক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক গীতিকার এম তছির আলী,আকরকুম শাহ্ শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি বুরহান উদ্দিন ভান্ডারী,বাউল শিল্পী সুভাগ্য দেবী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাউল মতিন দেওয়ান,বাউল জি এস বশর,শেখ জাহাঙ্গীর,বাউল নুনু গাজী, শিবলু পাগলা,আব্দুল হাসিম,শামিম আহমদ,বাবুল সরকার,ফকির আমির আলী,আনহার মিয়া,শিবলু মিয়া,ওয়াসিম,ফয়সল আহমদ,জমির আলী,হানিফ মিয়া,তৈমুছ আলী,কানাই লাল সরকার, আকরাম আলী,ছালিক মিয়া,ফয়সল ফকির,সুহেল আহমদ,লিটন খাঁন,পাঁখি মিয়া,আব্দুল মতিন,নুনু মিয়া,রিমা আক্তার,প্রমুখ। অনুষ্ঠানে সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্ত বাউল শিল্পী যন্ত্রশিল্পীদের মধ্যে শতাধিক ঈদ উপহার বিতরণ করা হয়।

You might also like