শিক্ষার্থীদের চোখের জলে এক শিক্ষকের চাকুরী জীবনের সমাপ্তি

সিলেট করেসপন্ডেন্ট
সত্যবাণী

সিলেট: ছোট ছোট শিক্ষার্থীদের চোখের জলে সিক্ত হয়ে সিলেট শহরের একটি স্কুল থেকে বিদায় নিয়ে অবসরকালীন জীবন শুরু করেছেন প্রাথমিক শিক্ষক সৈয়দা ফাতেমা জোহরা।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ভাতালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাঁকে যখন আনুষ্ঠানিক বিদায় জানানো হচ্ছিলো, তখন স্কুলের বিভিন্ন শ্রেণীর ছোট ছোট বাচ্চাদের অনেকেই তাদের প্রিয় শিক্ষকের বিদায়ে কান্নায় ভেঙ্গে পড়ে। বিদায়ী অনুষ্ঠানে ছোট্ট বাচ্চাদের কয়েকজন কান্নারত কন্ঠে তাদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে মন্তব্য করে যে আমরা তাঁর কাছ থেকে মায়ের আদর পেয়েছি।

স্কুলের প্রধান শিক্ষক সুসমা দেবীর সভাপতিত্বে আয়োজিত বিদায়ী অনুষ্ঠান পরিচালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন লিটন দেবনাথ রিপন। বক্তব্য রাখেন  লন্ডন প্রবাসী সাংবাদিক, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, বিদায়ী শিক্ষক ফাতেমা জোহরার সহকর্মী শিক্ষক রাজনা বেগম, স্কুলের ক্ষুদে শিক্ষার্থী পুর্নাশ্রী, লাবিবা জামান, তাসকিন  ও তৈমী চৌধুরী প্রমূখ। উপস্থিত ছিলেন শিক্ষক সুনন্দা দাশ, শামীমা চৌধুরী, সুরভী সিনহা, তন্নি দে এবং সত্যবাণীর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দা ফেরদৌসি পাশা কলি ও সৈয়দা নাসিহা আক্তার লুসি।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকা সৈয়দা ফাতেমা জোহরার হাতে ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন তাঁর সহকর্মী শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

বিদায়ী শিক্ষিকা তাঁর বক্তৃতায় তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে সহকর্মীদের সহযোগীতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁকে একটি দীর্ঘ  স্বর্ণালী সময় উপহার দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের বিদায় মুহূর্তে তোমাদের আবেগ ও চোখের জল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। জীবিতকালে আমি যদি তোমাদের জীবনের চূড়ান্ত প্রতিষ্ঠা লাভ দেখে যেতে পারি তবে এটি হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তী। অবসর জীবনে আমি মাঝে মাঝে আসবো তুমাদের দেখতে, এই প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের। ভালো থেকো তুমরা।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সুসমা দেবী ফাতেমা জোহরাকে একজন পরিপূর্ণ অসাম্প্রদায়িক শিক্ষক আখ্যায়িত করে বলেন, ‘ইংরেজী ও ধর্ম শিক্ষাসহ বিভিন্ন বিষয়েই পড়াতেন ফাতেমা আপা। কোন সময় হিন্দু ধর্ম শিক্ষার শিক্ষক অনুপস্থিত থাকলে একজন মুসলমান ধর্মাবলম্বী হয়েও তিনি এই বিষয়টিও গুরুত্বসহকারে পড়াতেন। সুসমা দেবী বলেন, আমি নিজেও ফাতেমা আপার কাছ থেকে ছাত্রছাত্রীদের শিক্ষাদান বিষয়ে অনেক কিছু শিখেছি। তাঁর মতো একজন অসাম্প্রদায়িক মানুষ আমাদের সমাজে বিরল। আমি তাঁর অবসর সুস্থ জীবন কামনা করি।

You might also like