বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
সত‍্যবাণী

ঢাকা: বর্ষীয়ান বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন। ৮২ বছর বয়সী এই নেতা দলটির ভাইস চেয়ারম‍্যান পদে ছিলেন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপি’র ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপির সর্বশেষ শাসনামলে মি. নোমান মন্ত্রিত্ব পান।

You might also like