বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ: সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিবাদ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকা: বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি টিম।
বুধবার (১৮ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করে বিইআরসির কমিটি।
এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৬৫ দশমিক ৫৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছিল। এর বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম।
অন্যদিকে, পাইকারি পর্যাযে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি। বিইআরসির কারিগরি টিম ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে।
বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি বিক্রি করছে ৫ টাকা ১৭ পয়সা। সরকার ভর্তুকি দিচ্ছে আরও ৩ টাকা ৩৯ পয়সা।
কিন্তু ভর্তুকিবিহীন প্রতি ইউনিট বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় পিডিবি। এ অবস্থায় ৮ টাকা ১৬ পয়সা রেট নির্ধারণ করার সুপারিশ করেছে বিইআরসি।
সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিবাদ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে বৈশ্বিক মহামারি করোনার দুর্বিসহ যন্ত্রনা, ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের উপর নতুন করে বিদ্যুতের মূল্যের বৃদ্ধির প্রস্তাব মরার উপর খাড়ার ঘা হিসেবে চিহ্নিত হবে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সঙ্গে সকল ধরনের উৎপাদন ব্যবস্থা, যোগাযোগসহ জন জীবনের সকল ক্ষেত্রে নৈরাজ্য নেমে আসবে, মানুষ এমনিতেই পরিবার পরিজন নিয়ে নানান সংকটে নিপতিত। আমরা বিদ্যুতের প্রস্তাবিত মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।