যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ  পেনি মর্ডান্ট কনজারভেটিভ পার্টির প্রধান হতে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় এখন ইতিহাসের প্রথম ভারতীয় বংশোদ্ভূত  ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক। প্রতিদ্বন্দ্বিতা করার বদলে ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়েছেন পেনি মর্ডান্ট। এর ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নেতা সুনাক।সোমবার (২৪ অক্টোবর) এক টুইটে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট।তিনি বলেন,নেতৃত্বের প্রতিযোগিতায় সীমিত সময়সীমা সত্ত্বেও এটি পরিষ্কার যে, সহকর্মীরা মনে করেন, আমাদের আজ নিশ্চয়তা দরকার। তারা দেশের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন।মর্ডান্ট বলেন, ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমরা যে প্রচারণা চালিয়েছে, তার জন্য আমি গর্বিত এবং যারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।

এর আগে, রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারে ঘোষণা দেন হেবিওয়েট প্রার্থী যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘোষণার আগে ঋষির সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিলেন তিনি। বিবিসির প্রতিবেদন অনুসারে, নিয়ম অনুসারে কনজারভেটিভ সদস্য ১০০ এমপি সমর্থন দিলে নেতৃত্বের প্রতিযোগিতায় নামতে পারেন নির্বাচিত সদস্যরা। একাধিক প্রার্থী হলে ব্যালট পেপারে নির্বাচন হয়।

 

You might also like