বিভিন্ন দাবিতে সিলেটের রাজপথে আবারও মেডিক্যাল শিক্ষার্থীরা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ইন্টার্নশীপ বহাল এবং অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ ৪ দফা দাবিতে সিলেটে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।২৭ আগস্ট রোববার দুপুরে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের সামনে রাজপথে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্নশীপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদান। ঘোষিত ৪ দফা আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, বিডিএমএ-এর কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব ডা. প্রদীপ কুমার দাস, সিলেট জেলা বিডিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. শিব্বীর আহমদ, বিডিএমএ-এর সিলেট বিভাগীয় নেতা ডা. আকিজ আহমদ, ডা. সফিক আহমদ প্রমুখ।এদিকে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগসহ সারা দেশের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে।