বিয়ানীবাজার পৌর নির্বাচন তফজ্জুল-শুক্কুর সহ ৮ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেয়র পদে ১২ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপর ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা পরিষদে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন।মেয়র পদে মোহাম্মদ অজি উদ্দিন, আহবাব হোসেন সাজু, মাসুক উদ্দিন, মোহাম্মদ আব্দুস সবুরের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়াও ২১ জন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা সকল শর্তপূরণ সাপেক্ষে জেলা প্রশাসক বরাবরে ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন। পরবর্তীতে প্রতীক বরাদ্দের আগে আপিল নিষ্পপ্তি হলে তবেই মনোনয়ন বৈধ ঘোষণা হবে।উল্লেখ্য, মেয়র পদে মনোনয়নপত্র যাদের বৈধ হয়েছে তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুস শুকুর, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কাশেম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সুনাম উদ্দিন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক ও আব্দুল কুদ্দুস টিটু এবং স্বতন্ত্র আবু নাসের পিন্টু, প্রভাষক আব্দুস সামাদ আজাদ।