বিয়ানীবাজার পৌরসভার ওয়েলফেয়ার ট্রাষ্টের দ্বিতীয় ধাপে শতাধিক খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী প্রদান

নিউজ ডেস্ক
সত্যবাণী

বিয়ানীবাজার: বিয়ানীবাজার পৌরসভার ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে দ্বিতীয় ধাপে বিয়ানীবাজারের শতাধিক খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার উপজেলা ওসমানী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণী অনুষ্ঠান খন্দকার লোকমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল হোসেন খছরু, আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ দিপু, সম্ভাবনা‘র সম্পাদক মাছুম আহমদ, সাবেক খেলোয়াড় আবুল হোসেন,উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লোকমান হোসেন,এনাম উদ্দিন,সাবেক ছাত্রনতো সহিদুল ইসলাম প্রমুখ।

ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা প্রবাস থেকে নানা সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন আর এবার ক্রীড়াঙ্গনে ধারাবাহিকভাবে প্রবাসীরা দাঁড়িয়েছেন সেটা প্রশংসনীয়।এসময় বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্টের পক্ষে আবুল হোসেন খসরু বলেন, দ্বিতীয় ধাপে উপজেলার শতাধিক ফুটবলারদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের সহযোগীতায় বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গন বার বার প্রাণ ফিরে পেয়েছে তারই ধারাবাহিকতায় আজকের জার্সি বিতরণ।

উল্লেখ্য, গত ৩০ সেিেবয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর উদ্যোগে বিয়ানীবাজার ফুটবল খেলোয়ারদের মাঝে প্রথম ধাপে জার্সি বিতরণ অনুষ্ঠানে বিয়ানীবাজার পিএইচজি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

You might also like