বিয়ানীবাজারে আঞ্চলিক মহাসড়কে সিলিন্ডারবাহী গাড়িতে অগ্নিকাণ্ড

সত্যবাণী
সিলেট অফিসঃ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ বিয়ানীবাজার মহিলা কলেজের সম্মুখে বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি বিস্ফোরণ হয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়িতে থাকা ৮০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো মানুষজন আহত হয়নি৷
বিয়ানীবাজার থেকে সংবাদদাতা জানান, ঘটনা ঘটার সাথে সাথে একটি সিলিন্ডার গ্যাসের বোতল বিস্ফোরিত হয়ে অনেক দূরে গিয়ে পড়ে, তবে কারো কোনো ক্ষতি হয়নি৷
সিলিন্ডার মালিক কর্তৃপক্ষের প্রতিনিধি লিটন আহমদ বলেন, সিলিন্ডার গ্যাসবাহী গাড়িটি বিয়ানীবাজার থেকে মাল নিয়ে বড়লেখা উপজেলার শাহবাজপুর যাওয়ার পথে মহিলা কলেজের সামনে হঠাৎ করে খুব সম্ভবত গাড়ির শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে গাড়িতে থাকা ৮০টির মতো সিলিন্ডার গ্যাসের বোতলেও আগুন ধরে যায়। সাথে সাথে ড্রাইভার এবং হেলপার চেষ্টা করলেও আগুন ছড়িয়ে পড়ায় আর নেভানো সম্ভব হয়নি।
এ বিষয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনুপ কুমার সিং বলেন, আমাদের ধারণা গাড়ির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়িতে সিলিন্ডার গ্যাসের বোতল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায় আমরা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনি।

You might also like