বিয়ানীবাজারে ৬ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পৌরশহর বিয়ানীবাজারের উত্তরবাজারস্থ ফুলকলি এবং দক্ষিণবাজারস্থ পিউরিয়াসহ ৬টি দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ১৫ জুলাই দিবাগত গভীর রাতে সংঘটিত অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থেকে সংবাদদাতা জানান, রোববার ভোররাতে হঠাৎ বিয়ানীবাজারের উত্তরবাজারস্থ ফুলকলিতে অগ্নিকা-ের ঘটনার ৩০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভোরের আলো ফোটার সাথে সাথে হঠাৎ দক্ষিণ বাজারস্থ পিউরিয়া থেকে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো শহর। খবর পেয়ে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। অগ্নিকা-ের ঘটনায় ৫টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে পৌরশহরের আজির মার্কেটে অবস্থিত পিউরিয়া’তে ধোঁয়া দেখতে পান। পর মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের জুতা ও কাপড়ের দোকানেও। এ সময় মার্কেটের পাশে থাকা কয়েকটি মোটরসাইকেলও পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করে না বললেও ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।ইকবাল আহমেদ নামের এক ব্যবসায়ী জানান, ভোরে আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে আসি। অগ্নিকা-ের ঘটনা থেকে কয়েক ফুট দূরে থাকা আমার দোকানে আল্লাহর রহমতে কিছু হয়নি। ঘটনাস্থলে এসে দেখি আকাশে কালো ধোঁয়া উড়ছে। এর পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের বিয়ানীবাজার স্টেশনের ইনচার্জ দিলীপ চন্দ্র বৈদ্য বলেন, অনাকাঙ্খিত এই অগ্নিকা-ের ঘটনা বৈদ্যুতিক শট সার্কিট থেকে হয়েছে। খবর পেয়ে আসে আমরা আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সফল হয়েছি। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

You might also like