বিলেতে মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরুজ আহমদের ইন্তেকাল

ঘাতক দালাল নির্মূল কমিটির শোক

মকিস মনসুর
সত্যবাণী

কার্ডিফ থেকে:  বিলেতে মুক্তিযুদ্ধের সংগঠক, কমিউনিটি ব্যাক্তিত্ব ও বিশিষ্ট রাজনীতিক মোহাম্মদ ফিরুজ আহমদ আর নেই। বৃহস্পতিবার ওয়েলসের রাজধানী কার্ডিফ হিথ হাসপাতালে লন্ডন সময় দুপুর ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এখানে উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের কৃতি সন্তান, একসময়ের মৌলভীবাজারের কৃতি ফুটবলার ও বৃটেনের কার্ডিফে বসবাসকারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ ফিরুজ আহমদ মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও যুক্তরাজ্য ৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি ও বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস এর চেয়ারপার্সন এর দায়িত্ব পালন করেছেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শোক

এদিকে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য শাখার নির্বাহী কমিটির সদস্য কাউন্সিলার জেসমিন চৌধুরীর পিতা সদ্য প্রয়াত মোহাম্মদ ফিরুজ আহমদের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় সংগঠনের যুক্তরাজ্য সভাপতি সৈয়দ আনাস পাশা ও সাধারণ সম্পাদক মুনিরা পারভিন বলেন, ‘মুক্তিযুদ্ধের সংগঠক ফিরুজ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মুক্তিযোদ্ধের বাংলাদেশের বর্তমানের ক্রান্তিকালে জনাব ফিরুজের মতো সাহসি নেতাদের প্রয়োজন যখন সবচেয়ে বেশি প্রয়োজন, সেসময় তিনি চলে গেলেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

নির্মূল কমিটি ছাড়াও কার্ডিফ বাংলাদেশ কমিউনিটি ও ওয়েলস আওয়ামী লীগের পক্ষ থেকেও যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ ফিরুজ আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। পৃথক এক শোকবার্তায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, উনার মৃত্যুতে ব্রিটেনের বাঙালি কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি খুবই সজ্জন ও ভালো মানুষ ছিলেন। কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ও সমাজসেবক ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করে মহান আল্লাহু রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতবাসী করেন, এই দোয়া করার জন্য দেশে বিদেশের সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানানো হয়েছে শোকবার্তায়।

You might also like